• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

পার্বতীপুরে উন্নয়ন মেলা ২০১৭ উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর সংবাদদাতা

 প্রকাশিত: ০৭:৪৮, ১০ জানুয়ারি ২০১৭

পার্বতীপুরে উন্নয়ন মেলা ২০১৭ উদ্বোধন

পার্বতীপুর(দিনাজপুর): ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভিশন ২০২১ ও ২০৪১ অর্জন ও বাস্তবায়ন সম্পর্কিত উন্নয়ন মেলা ২০১৭ শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি একযোগে বেলা ৩টায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (০৯ জানুয়ারি) কেন্দ্রিয় বাস টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এ্যাড মো. মোস্তাফিজুর রহমান এমপি। তিনি সরকারের বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র মেনহাজুল হক, রেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহাম্মেদ, সাবেক পৌর মেয়র আ.ওহাব সরকার, রেজাউল করিম, স্থানীয় নেতা কর্মী ও সাংবাদিকসহ আরো অনেকে।

পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জানুয়ারি ১০, ২০১৭

মন্তব্য করুন: