• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

প্রযুক্তি

বাজারে আসলো নোকিয়া-৬

প্রযুক্তি ডেস্ক

 প্রকাশিত: ১০:৫৯, ১০ জানুয়ারি ২০১৭

বাজারে আসলো নোকিয়া-৬

নোকিয়া-প্রেমীদের অপেক্ষার অবসান হলো অবশেষে। বাজারে ফিরল নোকিয়া সঙ্গে দুরন্ত ফিচারের স্মার্টফোন নিয়ে। নোকিয়ার বর্তমান সত্বাধিকারী এইচএমডি গ্লোবাল (HMD Global) ০৮ জানুয়ারি এক প্রেস রিলিজের মাধ্যমে জানায়, চিনের ই-মার্কেটিং সাইট JD.com-এর মাধ্যমে তারা এই নতুন মোবাইলটি Nokia 6 বিক্রি করছে।

মাইক্রোসফ্টের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ২ বছর কোনও মোবাইল তৈরি করেনি নোকিয়া।

নোকিয়া-৬ মোবাইলে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ২.৫ডি কার্ভড গ্লাস কোটিং থাকছে সঙ্গে গোরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন।

অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর।

৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে।

ব্যাটারি ৩ হাজার এমএএইচ।

১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল এলইডি ফ্ল্যাশ। কম আলোয় পরিষ্কার ছবি তোলার সুবিধার্থে দু’টি ক্যামেরাতে ২.০ অ্যাপার্চার দেওয়া রয়েছে।

ডুয়াল সিম ফোর-জি সাপোর্ট করবে।

ডুয়াল পাওয়ারফুল ডলবি অ্যাটমস টেক স্পিকার দেওয়া হয়েছে। ৩.৫ এমএম অডিও জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

শুধুমাত্র কালো রঙেই এই ফোনটি পাওয়া যাচ্ছে।

ফোনটির দাম ১৬৯৯ ইউয়ান। বাংলাদেশি টাকায় ২০ হাজারের মতো।

জানুয়ারি ১০, ২০১৭

মন্তব্য করুন: