• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

পার্বতীপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:০৮, ৩১ ডিসেম্বর ২০১৬

পার্বতীপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুরে ১০নং ওয়ার্ডের ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯৩ জন ভোটার জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাব দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদান করে।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীতে সুষ্ঠভাবে ভোট গ্রহণ হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৯৩টি ভোটের মধ্যে বৈদ্যুতিক পাখা মার্কায় সর্বোচ্চ ৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শফিকুর রায়হান নেতা। তার নিকটবর্তী প্রতিদ্বন্দী আরশাদ আলী টিউবয়েল মার্কায় ২২ ভোট পেয়েছেন। হাতি মার্কায় রুহুল আমীন ৭টি, অটোরিক্সা মার্কায় আকতার হোসেন কোন ভোট পান নি। তালা মার্কায় শাহাজাদ হোসেন সাজ্জাদ ১টি ও ঘুড়ি মার্কায় সাইফুল ইসলাম ১৬টি।

এদিকে ১১নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার মধ্যে হরিণ মার্কায় লতিফা বেগম সর্বোচ্চ ৪৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল মার্কায় হোসনে আরা বেগম ২৯টি, টেবিল ঘরি মার্কায় মরিয়ম পারভীন ১৪টি ভোট পেয়েছেন। দুটো কেন্দ্রেই ১টি করে মোট ২টি ভোট বাতিল করা হয়েছে।

ডিসেম্বর ২৮, ২০১৬

মন্তব্য করুন: