• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

আদিতমারীতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৬

আদিতমারীতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর নবেজ উদ্দিন (৭৭) নামে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শ্যাকের দীঘি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধ নবেজ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা ও  স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের বাবা।

স্থানীয়রা জানান, বৃদ্ধা নবেজ উদ্দিনের সম্পত্তি নিয়ে দুই স্ত্রী ও সন্তানের মাঝে বেশ কিছু দিন ধরে বিবাদ চলে আসছিল। শুক্রবার সকালে হঠাৎ নিখোঁজ হন নবেজ উদ্দিন। এরপর তার সন্তানরা একে অপরকে বাবা হত্যার অভিযোগ তুলে। রাতভর চলে খোঁজাখুজি। শনিবার সকালে তার বাড়ির পাশ্বের একটি পুকুরে জাল নামালে উঠে আসে বৃদ্ধা নবেজের মরদেহ। তবে নিহতের পরিবারের একাংশ ও স্থানীয়দের দাবি বৃদ্ধা নবেজকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। পুকুরে ডুবে মৃত্যুর কোন লক্ষণ মরদেহে নেই বলে দাবি তাদের।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর রায় এ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

ডিসেম্বর ৩১, ২০১৬

মন্তব্য করুন: