• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

হাতীবান্ধায় মোবাইলে কথা বলার অপরাধে দুই আনসার সদস্য ক্লোজ

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:০৮, ৩১ ডিসেম্বর ২০১৬

হাতীবান্ধায় মোবাইলে কথা বলার অপরাধে দুই আনসার সদস্য ক্লোজ

লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে দায়িত্বের অবহেলা করার অপরাধে দুই আনসার সদস্যকে ক্লোজ করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের ক্লোজ করা হয়েছে।

এই দুই আনসার সদস্য হলেন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের আনসার সদস্য আব্দুল গফুর (৪৪) ও সুরুজ্জামান (৪৫)।

প্রিজাইডিং অফিসার হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার জানান, কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ থাকলেও আনসার সদস্য সুরুজ্জামান ও গফুর মোবাইল ফোনে কথা বলছিলেন। এ অপরাধে তাদের দুই জনকে ক্লোজ করা হয়েছে।

গোতামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্বের অবহেলার অপরাধে ক্লোজ হওয়া আনসার সদস্যদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে।

ডিসেম্বর ২৯, ২০১৬

মন্তব্য করুন: