• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফিচার

বছরের শেষদিন ঘটবে 'এই অদ্ভুত' ঘটনাটি!

ফিচার ডেস্ক

 প্রকাশিত: ০৯:০৮, ৩১ ডিসেম্বর ২০১৬

বছরের শেষদিন ঘটবে 'এই অদ্ভুত' ঘটনাটি!

বছর শেষ হতে বাকি মাত্র আর একদিন। আর বছরের শেষদিনেই ঘটতে চলেছে একটা 'অদ্ভুত' ঘটনা। অন্য বছরগুলির থেকে এই বছর শেষ হবে দেরিতে। মানে নতুন বছর আসার জন্য কিছুটা বেশিই অপেক্ষা করতে হবে আপনাকে।

২০১৬ সাল শেষ হওয়ার আগে যুক্ত হতে চলেছে 'লিপ সেকেন্ড'। গ্রীনিচ টাইমে ঘড়িতে যখন ৩১ ডিসেম্বর রাত ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৯ সেকন্ড বাজবে, তখনই যোগ করা হবে এই 'লিপ সেকেন্ড'। কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা UTC-তে এই 'লিপ সেকেন্ড' যোগ হওয়ার ফলেই বছর শেষ হবে এক সেকেন্ড দেরিতে।

পৃথিবীর আহ্নিক গতির ঘূর্ণন বেগের কমবেশিতে বার্ষিক গতির সময়কালে যে তারতম্য দেখা যায়, তার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়। যখন অতিরিক্ত সময় যোগ করে পুষিয়ে দেওয়া হয় এই ঘাটতি।

ডিসেম্বর ৩০, ২০১৬

মন্তব্য করুন: