• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বাংলাদেশ

লালমনিরহাটে ৩৮ ভোটারের ২৪ জন টিপসইয়ে ভোট দিলেন

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:০৮, ৩১ ডিসেম্বর ২০১৬

লালমনিরহাটে ৩৮ ভোটারের ২৪ জন টিপসইয়ে ভোট দিলেন

লালমনরিহাট: লালমনরিহাট জেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ৩৮জন ভোটারের মধ্যে ২৪ জনই টিপসই দিয়েছেন।

হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার জানান, এ কেন্দ্রের তিনটি ইউনিয়নের মোট ৩৯ জন জনপ্রতিনিধি ভোটার রয়েছেন। এরমধ্যে ৩৮টি ভোট পড়েছে। একজন অসুস্থতাজনতি কারণে অনুপস্থতি রয়েছেন। ৩৮জন ভোটারের মধ্যে নারী বুথে ১০জন ও পুরুষ বুথে ২৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেনে। মহিলা বুথের সবাই নিজ নিজ নামে স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করেছেন। অপরদেিক পুরুষ বুথে ২৮ জনরে মধ্যে চারজন নিজ নামে স্বাক্ষর করলেও ২৪ জনই টিপসই দিয়েছেন।

এ জেলাকে নিরক্ষরমুক্ত ঘোষণা করা হলেও এখন পর্যন্ত অনেক জনপ্রতিনিধি রয়েছেন যারা নিজ নামে স্বাক্ষর করতে পারেন না।

লালমনরিহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, লালমনরিহাটরে ১৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ডিসেম্বর ২৯, ২০১৬

মন্তব্য করুন: