• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চাকরি

প্রাথমিকে ৩৫ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবরে

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ১১:১৭, ১৯ আগস্ট ২০২০

প্রাথমিকে ৩৫ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবরে

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই ৩৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩৫ হাজারের মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৩০০ জন এবং প্রায় ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভায় পাস হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদনের জন্য এক মাস সময় দেয়া হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বড় আকারের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি। আমরা অনেক আগেই এ নির্দেশ দিয়েছি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি।

আগস্ট ১৯, ২০২০

মন্তব্য করুন: