• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

করোনায় দেশে একদিনে ৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১০:২৪, ২১ আগস্ট ২০২০

করোনায় দেশে একদিনে ৩৯ জনের মৃত্যু

গত কয়েকদিন ধরে ৪০ জনের কোঠায় ঘোরাফেরা করছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। সনাক্তের সংখ্যাও কম নয়। এই ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৬১ জনে পৌঁছেছে।

একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে ২ হাজার ৪০১ জন। আর মোট সনাক্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬২৪ জন কভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।

২৪ ঘণ্টায় সনাক্তের হার ১৮ দশমিক ৫৫ ভাগ আর সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৩৩ শতাংশ। 

যারা মারা গেছেন তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১২ জন নারী। 

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আগস্ট ২১, ২০২০

মন্তব্য করুন: