• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রবাসের কথা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় ফিনল্যান্ড বিএনপির নিন্দা

জামান সরকার, হেলসিংকি থেকে

 প্রকাশিত: ০৩:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২১

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় ফিনল্যান্ড বিএনপির নিন্দা

হেলসিংকি: মানহানির বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলের একটি আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে ফিনল্যান্ড বিএনপি নেতাকর্মীরা বলেন, গণতন্ত্রকে কবরস্থ করার পর দেশকে একদলীয় দু:শাসনের চরম অন্ধকারে নিপতিত করার লক্ষ্যে বর্তমান ভোটারবিহীন সরকার জিয়া পরিবারসহ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে এখন লাগামহীন, বেপরোয়া ও উন্মাদ হয়ে উঠেছে।

তারই ধারাবাহিকতায় আজ নড়াইলের একটি আদালত সরকারের মনস্কামনা পূরণ করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে দুর্বল করতে মিথ্যা ও সাজানো মামলায় তিন বছরের বেশী সময় ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। আওয়ামী সরকারের দু:শাসনের প্রকোপ যেন ক্রমশ: বিপজ্জনক রূপ ধারণ করছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তথা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা কখনোই সম্ভব নয়। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জনগণ বর্তমান সরকারের জুলুম ও ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে বেগম জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারেরও আহবান জানিয়েছেন।

প্রতিবাদ লিপিতে স্বাক্ষরকারীরা হলেন, ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান মিঠু, আলাউদ্দিন মোহাম্মদ, সাজ্জাদ মুন্না, আবদুল্লাহ আল মাসুদ, সাহিন মোহাম্মদ, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, মোজাহেদুল ইসলাম, মনিরুল ইসলাম, মারুফ, মোঃ তালিম ফকির প্রমুখ।

ফেব্রুয়ারি ১৮, ২০২১

মন্তব্য করুন: