• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

নান্দাইল পৌর নির্বাচন: ফের জয় চায় আ. লীগ, পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

নান্দাইল পৌর নির্বাচন: ফের জয় চায় আ. লীগ, পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি

নান্দাইল (ময়মনসিংহ): প্রথম শ্রেণির ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। দেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের মনোনীত মেয়র পদে দুইজন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বর্তমান মেয়র বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিক উদ্দিন ভূঁইয়া চান আবারও নির্বাচিত হয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। 

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল বিজয়ের মাধ্যমে তার মেয়র পদটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

নৌকা প্রতীকের প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল পৌরসভা থেকে তিনবারের নির্বাচিত মেয়র। তিনি নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি। 

রফিক উদ্দিন ভূঁইয়া জানান, 'সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আশা করি পৌরবাসী নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে আমাকে মেয়র পদে আবারও জয়যুক্ত করবেন। এবার নির্বাচিত হলে আমি নান্দাইল পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।'

ধানের শীষ প্রতীকের প্রার্থী এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল নান্দাইল পৌরসভার তারুণ্যদীপ্ত সাবেক মেয়র। তিনি নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। 

আজিজুল ইসলাম পিকুল জানান, 'সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হলে আমি মহান আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আমার বিজয় সুনিশ্চিত। ইতোপূর্বেও নান্দাইল পৌরবাসী আমাকে রেকর্ড সংখ্যক ভোট দিয়েছিলেন। অন্যায় ও জুলুমের প্রতিবাদে পৌর নাগরিকগণ  ধানের শীষে ভোট দিবেন আমি শতভাগ বিশ্বাস করি।' 

মোট ৯টি ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে ৩০ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৯৭ সালে তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে নান্দাইল পৌরসভা গঠিত হয়। বর্তমান ভোটার সংখ্যা ২৫ হাজার ৫২ জন।

নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে প্রার্থীদের তোড়জোড় ততোই বেড়ে চলছে। প্রতিটি পাড়া, মহল্লা ও ওয়ার্ডে চলছে প্রার্থীদের বিরামহীন  প্রচারণা। চায়ের কাপে বইছে ঝড়, চলছে ভোটারদের আদর আপ্যায়নও। এতো কিছুর পরও ভোটারদের মাঝে প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা ও নানান আলোচনা-সমালোচনার একটাই বিষয়, তা হচ্ছে  শেষ হাসিটা হাসবেন কে?

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন বলেন, এবার নান্দাইল পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি ২৬, ২০২১

মন্তব্য করুন: