• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের রফিক উদ্দিন ভূঁইয়া বিজয়ী

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ০৪:০৫, ১ মার্চ ২০২১

নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের রফিক উদ্দিন ভূঁইয়া বিজয়ী

নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন ভূইয়াকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

মেয়র পদে নৌকা প্রতীকের প্রাথী রফিক উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের  এএফএম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭ শত ৪৯ ভোট।

নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ডে শাহীনুর রহমান শাহীন, ২নং ওয়ার্ডে শফিকুল ইসলাম ভূইয়া,  ৩নং ওয়ার্ডে হাবিবুল্লাহ অলি, ৪নং ওয়ার্ডে আহসান উল্লাহ সরকার ৫নং ওয়ার্ডে রফিকুজ্জামান মনির, ৬নং ওয়ার্ডে শাহ আলম, ৭নং ওয়ার্ডে গোলাম হায়দার খান রূপক, ৮নং ওয়ার্ডে খাইরুল ইসলাম মানিক এবং ৯নং ওয়ার্ডের ইসাক মিয়া বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে শাহেরা খানম (চানবানু), মুকুলা বেগম ও রোকেয়া খোরশেদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে রবিবার (২৮ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ওয়ার্ড নিয়ে নান্দাইল পৌরসভা।

এখানে পুরুষ ভোটার সংখ্যা ১২ হাজার ৩ শত ৮৫ জন, মহিলা ভোটার সংখ্যা ১২ হাজার ৬ শত ৬৭ জন। প্রথমশ্রেণির এই পৌরসভার নির্বাচন পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ১২টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে বিকাল ৪টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

নান্দাইল পৌরসভা নির্বাচনে ২৫ হাজার ৫২ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৮ শত ৬৭ টি ভোটার ভোট দিয়েছেন।

নান্দাইল উপজেলা নির্বাচন অফিসার ও  সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ফেব্রুয়ারি ২৮, ২০২১

মন্তব্য করুন: