• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ছুটির ফাঁকে

যাত্রী সুরক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৭:৩৫, ১৩ অক্টোবর ২০১৮

যাত্রী সুরক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন)-এর ২০১৭ সালে করা অডিট রিপোর্টে ভারতের চেয়ে বাংলাদেশ আকাশে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

আটটি মাপকাঠির ভিত্তিতে সুরক্ষার বিষয়টি যাচাই করা হয়। তার মধ্যে পাঁচটিতে ভারতের প্রাপ্ত নম্বর আন্তর্জাতিক গড়ের তুলনায় কম। আর বাংলাদেশ সাতটি মাপকাঠিতেই আন্তর্জাতিক গড় থেকে এগিয়ে রয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) সকালে ভারতের বিমানমন্ত্রী সুরেশ প্রভু জানান, দেশের সমস্ত বিমানসংস্থা যাত্রী সুরক্ষার দিকগুলি ঠিকমতো পালন করছে কিনা, তার নিয়মিত রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে।

আইকাও জানিয়েছে, যে পাঁচ মাপকাঠিতে আন্তর্জাতিক গড়ের থেকেও কম নম্বর পেয়েছে ভারত, তার মধ্যে অন্যতম দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত। যার অর্থ, কতটা পেশাদারিত্ব নিয়ে তদন্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা হয়েছে সেই অডিটে। এছাড়া, আইন প্রণয়ন, সংস্থার পেশাদারিত্ব, লাইসেন্স ব্যবস্থা, বিমানবন্দর সংক্রান্ত মাপকাঠিতেও আন্তর্জাতিক গড় থেকে পিছিয়ে ভারত।

অক্টোবর ১৩, ২০১৮

মন্তব্য করুন: