• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বাংলাদেশ

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড পেলেন ১৪ জন

রাহান উদ্দিন সরকার

 প্রকাশিত: ১৬:৪৪, ১১ নভেম্বর ২০১৮

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড পেলেন ১৪ জন

ময়মনসিংহ: বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড অর্জনকারীদের প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য সনদ বিতরণ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান-২০১৬ গত শনিবার (১০ নভেম্বর) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাব উদ্দিন মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চারটি ক্ষেত্রে ১৪ জন অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, সমাজ সেবায় অধ্যাপক ডা. মুকতাদির, আলহাজ এমএ ওয়াহেদ, রাধারচরণ সাহা রায়, প্রকৌশলী মোজাফফর হোসেন, সাহিত্যে- আলী আহাম্মদ খান আইয়োব, মু. আ. লতিফ, শিক্ষায়- আলহাজ আব্দুর রশিদ, ফারুক আহাম্মেদ, সাংবাদিকতায়- হারুন অর রশিদ, কামরান পারভেজ, হায়দার জাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ইকরাম উদ-দৌলা, গবেষণায় প্রকৌশলী মিথুন কুমার দাস।

দি ইলেক্টোরাল কমিটির ফর বীরাঙ্গনা সখিনা (বি.এস) সিলভার পেন অ্যাওয়ার্ড এর সভাপতি আলহাজ্ব মো. ফজর আলীর সভাপতিত্বে ও সাদেকুল ইসলাম সাদেকের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র সাবেক ভিপি, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক।

সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করেন পৌর মেয়র মো: ইকরামুল হক টিটু। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রতিষ্ঠতা ও সাধারন সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য  প্রশাসক জনাব মো: ইকরামুল হক টিটু নিকট দুটি প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাব দুটি হলো, সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জে; কিশোরগঞ্জ সড়ক মোড়ে ঘোড়ার উপর সখিনার প্রতিকৃতি ভাষ্কর্য নির্মান এবং ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে চন্দ্র কুমার দে'র ফলকের জায়গায় চন্দ্র কুমার দে'র ভাষ্কর্য নির্মান।

দি ইলেক্টোরাল কমিটির ফর বীরাঙ্গনা সখিনা (বি.এস) সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রতি ২ বছর প্রসংশনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য চার বা এর অধিক ক্ষেত্রে বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড প্রদান করা। ইলেক্টোরাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ও রিটার্নিং অফিসার জনাব ইনিজনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ চারটি ক্ষেত্রে ২৭ জন প্রতিযোগিদের ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষনা করেন। প্রতিযোগীদের মধ্যে চারটি ক্ষেত্রে টার্গেট অনুযায়ী ভোট পাওরার পয়েন্ট পেয়ে যারা বিজয়ী হয়েছেন, তাদের নাম ঘোষনা করেন।

বি.এস অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় ২৫১ জন ইলেক্টরই তাদের ভোট প্রদান করেছেন। তন্মেধ্যে কিছু ইলেক্টর ই-মেইল বা তাদের প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদান করেছেন। প্রতিযোগিদের প্রোফাইল রিভিউ করে প্রতিটি ইলেক্টর তার প্রদত্ত ভোট পাওয়ার পয়েন্ট তার ব্যালটে দু’ভাগে ভাগ করে ভোট দিয়েছেন। যেমন, পছন্দের ১ম ব্যক্তিকে ৭০% (বেস্ট ওয়ান ভোট) এবং পছন্দের ২য় ব্যক্তিকে ৩০% (বেটার ওয়ান ভোট) ভোট দিয়েছেন।

গৌরীপুরের এসিক এসোসিয়েশন এবং ক্রিয়েটিভ এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এবং তরুণ গবেষক রায়হান উদ্দিন সরকার (বাংলাদেশের প্রথম ইলেক্টোরাল ভোটিং সিস্টেমের প্রবর্তক) এর ফর্মুলা অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে বি.এস অ্যাওয়ার্ড প্রতিযোগিতা।

নভেম্বর ১১, ২০১৮

মন্তব্য করুন: