• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

বিএনপির সর্বকনিষ্ঠ মনোনয়নপ্রত্যাশী কায়াস মাহমুদ

জনি, অস্ট্রেলিয়া থেকে

 প্রকাশিত: ১২:৩০, ১২ নভেম্বর ২০১৮

বিএনপির সর্বকনিষ্ঠ মনোনয়নপ্রত্যাশী কায়াস মাহমুদ

ঢাকা: ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র কিনলেন বিএনপির সর্বকনিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী অস্ট্রেলিয়া ছাত্রদলের সভাপতি কায়াস মাহমুদ।

সোমবার (১২ নভেম্বর) সকালে কায়াস মাহমুদের পক্ষ থেকে তার বাবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিপুলসংখক সমর্থক নিয়ে তার বাবা কায়াসের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপি কার্যালয়ে যান।

ঢাকা ১৩ আসনের স্থানীয় বাসিন্দা কায়াস মাহমুদ জানান, তিনি বিএনপির মনোনয়ন পাবার ব্যাপারে আশাবাদী।

প্রবাসী ছাত্রনেতাদের মধ্যে সবচেয়ে তরুণ এবং বিএনপির জন্য নিবেদিতপ্রাণ কায়াস গত ৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যদি তিনি ঢাকা-১৩ আসন (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর থানা) থেকে বিএনপির মনোনয়ন পেয়ে যান তাহলে তিনি হবেন সবচেয়ে কমবয়সের একাদশ সংসদ নির্বাচনের বিএনপির' প্রাথী।

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মতামত দিতে গিয়ে কায়াস বলেন, যদি দল আমাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেন এবং মনোনয়ন দেয় তাহলে ঢাকা ১৩ আসনকে একটি আধুনিক এলাকা হিসেবে এই এলাকার জনসাধারণকে আমি উপহার দিব। তার আগে সরকারের কাছে আমার একটা দাবি আছে, সেটা হলো ,আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। সকল বিভেদ ভুলে বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। যদি সবকিছু ঠিক থাকে এবং চূড়ান্ত মনোনয়ন আমি নাও পাই, ঢাকা ১৩ আসন থেকে বিএনপি যাকে মনোনয়ন দিবেন তার জন্য আমি আমার কর্মী সমর্থক নিয়ে সকল সহযোগিতা করতে প্রস্তুত।

নভেম্বর ১২, ২০১৮

মন্তব্য করুন: