• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

ওমেন্স কর্নার-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

জিকরুল আহসান শাওন

 প্রকাশিত: ১০:৩৩, ১৯ নভেম্বর ২০১৮

ওমেন্স কর্নার-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

ঢাকা: ‘মানবতার কল্যাণে, সুস্থ্য জীবনের সন্ধানে’এই স্লোগানকে সামনে রেখে উদযাপিত হলো সামাজিক নারী উন্নয়নমূলক সংগঠন ওমেন্স কর্নারের প্রথম বর্ষপূর্তি।

এ উপলক্ষ্যে শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর বাড্ডায় তাইকিং থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট এবং পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওমেন্স কর্নার একটি নারী সার্পোটিভ সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। একজন নারী তার জীবনের নানা প্রতিকূলতার মধ্যে বড় হয়ে থাকে। জীবনের প্রতিটি ধাপে ধাপে তাকে বিভিন্ন বাধা পাড় হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা মাঝপথে থেমে যান। কারণ তার চারপাশ থেকে তেমন কোনো সহযোগিতা পান না।

ওমেন্স কর্নার এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে একজন নারীকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে, সাহস জুগিয়ে তার চলার পথকে সহজ ও মসৃণ করতে সহযোগিতা করা হয়।

প্রতিষ্ঠানটির একঝাঁক তরুণ-তরুণী এ কর্মপরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দূর্বার গতিতে।

ওমেন্স কর্নার নারী সমাজের উন্নয়নে ৫ ধরণের কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আইনি পরামর্শ, সাইবার সাপোর্ট এবং নাগরিক সেবা।

অনুষ্ঠানে এ সকল কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন www.womenscorner.com.bd-এর মাননীয় সম্পাদক ফারজানা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমেন্স কর্নারের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মেগাস্টার গ্রুপের চেয়ারম্যান বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মেগাস্টার গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহিদুল আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব মো. গোলাম কবীর, যুগ্ম কর কমিশনার মো. মইনুল হাসান, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিষ্টার মো. গালিব খান।

এছাড়া আরও ছিলেন- অপটিমাইজ কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং নিজের বলার মতো একটি গল্পের উদ্যোক্তা ইকবাল বাহার, প্রথম আলোর সহ-সম্পাদক রাজীব হাসান, বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ এবং ওমেন্স কর্নারের সাইক্রিয়াটিস্ট ডা. ইফতেখারুল আলম শোভন প্রমুখ।

অনুষ্ঠানে নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন ওমেন্স কর্নারের চিকিৎসক প্যানেলের সদস্য ডা. লাবনী এবং আইনজীবী প্যানেলের সদস্য এ্যাডভোকেট এস এম রেফাতুল হুদা।

বিজ্ঞপ্তি

নভেম্বর ১৯, ২০১৮

মন্তব্য করুন: