• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে মীনা দিবস উদযাপিত

দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ০৮:২৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯

গৌরীপুরে মীনা দিবস উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ): ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’-এ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে মীনা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় গৌরীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এরপর স্থানীয় প্রাথমিক শিক্ষা দপ্তরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

কর্মসূচিতে আরও অংশগ্রহন করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আবু রায়হান, হাদিউল ইসলাম, ফেরদৌসী জান্নাত খান, সহকারি ইন্সস্ট্রাক্টর জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক (একাংশ) একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক (একাংশ) আরফান আলী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষকবৃন্দ। #

মন্তব্য করুন: