• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

কুষ্ঠ রোগীদের অবহেলা নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৭:১৬, ১১ ডিসেম্বর ২০১৯

কুষ্ঠ রোগীদের অবহেলা নয়: প্রধানমন্ত্রী

কুষ্ঠ রোগীদের অবহেলা না করে সুচিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে 'জিরো লেপ্রসি ইনিসিয়েটিভ ২০৩০' শিরোনামে জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় কুষ্ঠ রোগের চিকিৎসার ওষুধ দেশীয় কোম্পানিকে উৎপাদন এবং বিনামুল্যে বিতরণের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কুষ্ঠ রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। সবচেয়ে যেটা আগে প্রয়োজন সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করা, তাছাড়া সাধারণ মানুষকে বলতে চাই তারা আমাদের সমাজের একজন। এতটুকু বলতে চাই তাদের দূরে ঠেলে দেবেন না। যদি এ ধরনের লোক পাওয়া যায় তাদের সহানুভূতির সঙ্গে দেখা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তারা যেন ভালো চিকিৎসা পান তার ব্যবস্থা করা এটা একান্তভাবে প্রয়োজন।

২০৩০ সালের আগেই কুষ্ঠ রোগ মুক্ত হবে দেশ, অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে; বাংলাদেশে এখন কুষ্ঠ রোগীর সংখ্যা ৩২৪০ জন। তবে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার। তার অংশ হিসেবেই জাতীয় সম্মেলনের আয়োজন। 
 
ডিসেম্বর ১১, ২০১৯

মন্তব্য করুন: