• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

বিএনপি'র মেয়র প্রার্থীদের পক্ষে গণজোয়ারের দাবি দলটির দিবাস্বপ্ন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৭:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

বিএনপি'র মেয়র প্রার্থীদের পক্ষে গণজোয়ারের দাবি দলটির দিবাস্বপ্ন: ওবায়দুল কাদের

বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে গণজোয়ারের দাবি দলটির দিবাস্বপ্ন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে স্বতঃস্ফূর্ত জনসমর্থন দেখে বুঝা যায় তাঁরাই বিজয়ী হবেন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ইভিএম নিয়ে বিষোদগার করছে বিএনপি। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি ইভিএম এর বিরোধিতা করছে এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন। জনগণ ক্ষমতাসীনদের রেখে বিরোধীদলকে বিজয়ী করে লাভ কি? তা জনগণ বুঝে। বিএনপি এতো বছরে কোন উন্নয়ন অর্জন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যারা উন্নয়ন করতে পারেনি তাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে না। মানুষ জানে তাদেরকে ভোট দিয়ে লাভ নেই।

তিনি বলেন, যে সমস্ত ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাঁদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট নেতারা কাজ করছেন। তবে বড় দলের কিছু সমস্যা থাকতে পারে তবে তা বিজয়ে কোনো বাধা হবে না ।

সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর ব্যাপারে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলেও জানান ওবায়দুল কাদের।

জানুয়ারি ১৮, ২০২০

মন্তব্য করুন: