• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রবাসের কথা

ফিনল্যান্ড প্রবাসীদের সরস্বতী আরাধনা

জামান সরকার, হেলসিংকি থেকে

 প্রকাশিত: ০৪:২৩, ২ ফেব্রুয়ারি ২০২০

ফিনল্যান্ড প্রবাসীদের সরস্বতী আরাধনা

হেলসিংকি: ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে শনিবার (১ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বিদ্যাদায়িনী, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর দেবীর আরাধনা করে থাকেন।

পূজারী অ্যাসোসিয়েশান অফ ফিনল্যান্ড প্রতিবছর সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।

শনিবার হেলসিংকির ভানতার পূজামণ্ডপে পুরোহিত্য করেন অভি ভট্টাচার্য। পূজা শেষে দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেয় পূজারীরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে ছোট্ট শিশুদের বিদ্যারম্ভ করা হয়।

পূজা শেষে আয়োজনে আরও ছিল আলোচনা সভা ও মনমোগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূজা-অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অসীম কর, প্রদীপ কুমার ঘোষ, দেবাশীষ সাহা, মুকুল পোদ্দার, কৃষ্ণ দাস, মধুরিমা ভট্টাচার্য, সংগিতা সাহা, মিত্রা পোদ্দার, জয়া পোদ্দার, কুমকুম কর, মুক্তি সাহা, অর্পিতা, শ্যামলী সাহা প্রমুখ।

ফেব্রুয়ারি ২, ২০২০

মন্তব্য করুন: