• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

ট্রেনে ছাত্রীর সঙ্গে অধ্যক্ষের অসামাজিক কার্যকলাপ, শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা

 প্রকাশিত: ০৫:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২০

ট্রেনে ছাত্রীর সঙ্গে অধ্যক্ষের অসামাজিক কার্যকলাপ, শাস্তি দাবি

জামালপুর: জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনে ছাত্রীর সঙ্গে অসামাজিক কাজের অভিযোগে অভিযুক্ত ইসলামপুর উপজেলার জেজেকেএম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-ছাত্রীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ইসলামপুরবাসী এবং ইসলামপুর ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন, ইউএনও অফিস ঘেরাও এবং কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।

দুপুর ২ টায় ইসলামপুর উপজেলার জেজেকেএম গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মানববন্ধন শেষে অধ্যক্ষের পুত্তলিকা দাহ করা হয়। পরে মিছিল নিয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করেন তাঁরা। পরে অভিযুক্ত অধ্যক্ষের কুশপুতুল দাহ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- মোজাহারুল হক, নাজমুন নাহার, হানিফ উদ্দিন, রাহাত হোসেন পাহলোয়ান, রকিব চৌধুরী, উজ্জ¦ল সরকার, রুহুল আমিন, মনির হোসেন, জিয়াউল হক প্রমুখ।

জানা যায়, রোববার জামালপুরে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনের একটি কামরায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ইসলামপুর উপজেলার জেজেকেএম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী ও এক ছাত্রীকে আটক করে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। দুপুরে ট্রেনটি জামালপুর থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

রোববার ইসলামপুরে যাওয়ার উদ্দেশে জামালপুর রেলস্টেশন থেকে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে ওঠেন অধ্যক্ষ। তিনি ট্রেনটির কেবিন কোচের একটি কামরা বুকিং করে দু’জনের জন্যই টিকিট কাটেন। ট্রেনটি ১২টা ৮ মিনিটে জামালপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ওই কামরায় অধ্যক্ষকে ওই ছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় দেখতে পান কয়েকজন যাত্রী। তাঁরা ট্রেনে কর্তব্যরত জিআরপি সদস্যদের ঘটনাটি জানালে তাঁরা ছাত্রীসহ অধ্যক্ষকে আটক করেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, ‘মেয়েটির কোনো অভিযোগ না থাকায় তার বিরুদ্ধে আপাতত ধর্ষণ মামলা নেওয়া যাচ্ছে না। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ট্রেনের কেবিন থেকে আটক ওই ছাত্রীকে তার বাবার জিম্মায় এবং কলেজটির গভর্নিং বডির সদস্য একজন শিক্ষকের জিম্মায় অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে ছেড়ে দিয়েছি। তিস্তা ট্রেনের কেবিনের একটি কামরায় অধ্যক্ষ ও ছাত্রীর ঘটনা নিয়ে সার্বিক বিষয় উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছি।’

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের গভর্নিং বডির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ট্রেনের কেবিনের একটি কামরায় অধ্যক্ষ ও এক ছাত্রীর অবস্থান নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রবিবার রাতেই অধ্যক্ষকে তাঁর কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জরুরি বিভাগীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। সেই নির্দেশনার প্রেক্ষিতে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ফেব্রুয়ারি ৪, ২০২০

মন্তব্য করুন: