• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

তিন উপ-নির্বাচনের আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৮:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২০

তিন উপ-নির্বাচনের আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ঢাকা: ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ফরম বিক্রি চলবে।

প্রথম দিন শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক যুবলীগ নেতা এইচ এম মিজানুর রহমান জনি এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তফসিল অনুযায়ী, তিন আসনের উপ-নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৩ ফেব্রুয়ারি বাছাইয়ের পর ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ১ মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার। ভোটগ্রহণ হবে ২১ মার্চ। 

ফেব্রুয়ারি ৮, ২০২০

মন্তব্য করুন: