• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ভিনদেশ

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৪৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৩:১১, ২১ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৪৪ জন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে চীনসহ সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৪৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা অন্তত ৭৭ হাজার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে মারা গেছেন আরও ১১৫ জন।এ নিয়ে প্রদেশটিকে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৪৪ জনে। এ নিয়ে শুধু চীনে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭৫, ৪৫৬ জন।

চিনের বাইরে জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুইজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজনের মৃত্যু হয়েছে।

দক্ষিন কোরিয়ায় নতুন করে আরও ৫২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৫০ জনে দাঁড়ালো।

চিনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন।

এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ফেব্রুয়ারি ২১, ২০২০

মন্তব্য করুন: