• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

প্রবাসের কথা

করোনাভাইরাসে ইতালিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ইতালি থেকে

 প্রকাশিত: ০২:১৯, ২ মার্চ ২০২০

করোনাভাইরাসে ইতালিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে: ইতালিতে প্রাণঘাতী কভিন-১৯ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মৃত্যুর সংখ্যাও দীর্ঘ হচ্ছে।

ইতালি সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি রবিবার (১ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, ইতালিতে করোনাভাইরাসে রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৬৯৪ জনে। কভিড-১৯ আক্রান্ত হয়ে রবিবার ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

তিনি আরও বলেন, ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি অঞ্চলে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।

লম্বার্ডি অঞ্চলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৮৪ জন। যার মধ্যে ৪০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৪ জন মারা গেছেন।

বোরেলি জানান, ইতালিতে কভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময়ে ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকেই জ্বর, সর্দি, কাশিতে ভোগেন। আতংকিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

করোনার কারণে ইতিমধ্যেই ইতালি সরকার বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান বন্ধ ঘোষণা করেছে।

এ কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালি ক্যাফে আর বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে।

ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছেন। ইতালিতে প্রবাসী বাংলাদেশি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা-এমন খবর পাওয়া যায়নি।

মার্চ ২, ২০২০

মন্তব্য করুন: