• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভিনদেশ

করোনায় ইরানের রাষ্ট্রদূতের মৃত্যু, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৩০০

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৪:৩০, ৬ মার্চ ২০২০

করোনায় ইরানের রাষ্ট্রদূতের মৃত্যু, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৩০০

মরণঘাতী করোনাভাইরাসে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলামের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স এ খবর জানায়।

তিনি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

এর আগে গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান।

এদিকে ফার্সের খবরে বলা হয়েছে, ইরানি পার্লামেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত। দেশটির সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাসে ইরানে এখন পর্যন্ত ১১০ জন মারা গেছেন। প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নামাজ বাতিল করা হয়েছে।

বিশ্বের ৮০টির বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার মানুষ।আর মারা গেছেন ৩ হাজার ৩০০ জন।

ফেব্রুয়ারি ৬, ২০২০

মন্তব্য করুন: