• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

মুজিববর্ষের ১৭ মার্চের অনুষ্ঠানে বিদেশি অতিথি আসছেন না

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:৪০, ৮ মার্চ ২০২০

মুজিববর্ষের ১৭ মার্চের অনুষ্ঠানে বিদেশি অতিথি আসছেন না

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে মুজিববর্ষ উপলক্ষ্যে ১৭ মার্চ আয়োজিত অনুষ্ঠানে বিদেশি অতিথিরা আপাতত বাংলাদেশে আসছেন না বলে জানিয়েছেন মুজিববর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কামাল অবদুল নাসের চৌধুরী।

তিনি আরও জানান, ১৭ই মার্চ রাজধানীর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানটি হচ্ছে না।

সোমবার (৯ মার্চ) এ বিষয়ে আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে মুজিববর্ষ উদযাপন কমিটি।

করোনাভাইরাসে বিশ্ব পরিস্থিতি ও জনস্বাস্থ্য বিবেচনায় মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাপক জনসমাগম এড়িয়ে ১৭ই মার্চ মুজিববর্ষের মূল অনুষ্ঠান হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, যতটুকু সম্ভব জনসমাগম পরিহার করে উদযাপন চলবে দেশব্যাপী। অন্যান্য কর্মসূচি চলমান থাকবে।

তিনি বলেন, মুজিববর্ষ হলো বছরব্যাপী আয়োজন। বিদেশী অতিথিরা আসার কথা ছিলো। যেহেতু বিষয়টি পুনর্বিন্যাস করা হয়েছে, তাই বিদেশী অতিথিরা পরে আসবেন।

করোনাভাইরাসের আতঙ্কে নয়, জনস্বাস্থ্যের স্বার্থে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত থাকা মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার উপস্থিতিতে মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ৮, ২০২০

মন্তব্য করুন: