• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভিনদেশ

ইতালিতে করোনার মহামারীর মাঝে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০২:৩২, ১১ মার্চ ২০২০

ইতালিতে করোনার মহামারীর মাঝে ভূমিকম্পের আঘাত

করোনাভাইরাসের ইতোমধ্যেই ইতালির অবস্থা খুবই নাজুক। বলতে গেলে সারাদেশই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। রাস্তা-ঘাটে মানুষের চলাফেরা একেবারেই কম। এরমধ্যে ইতালিতে আঘাত হেনেছে ভূমিকম্প।

দেশটির তুসকানি অঞ্চলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ডেইলি মেইল জানায়, মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় দুপুরের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে, হতাহতের ঘটনা না ঘটলেও ভূমিকম্পে আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ইতালির ভূতত্ত্ব ও আগ্নেয়গিরিবিষয়ক ইনস্টিটিউট বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে তুসকানি অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৬ মাত্রা।

এদিকে বুধবার (১১ মার্চ) পর্যন্ত ইতালিতে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মার্চ ১১, ২০২০

মন্তব্য করুন: