• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

অপরাধ

বাবার মরদেহ নিয়ে প্রেসক্লাবে এসে বিচার চাইলো ছেলে

ময়মনসিংহ প্রতিনিধি

 প্রকাশিত: ০২:৫১, ১৩ মার্চ ২০২০

বাবার মরদেহ নিয়ে প্রেসক্লাবে এসে বিচার চাইলো ছেলে

ময়মনসিংহ: পুলিশের নির্যাতনে হত্যার অভিযোগ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বাবার মরদেহ নিয়ে এসে হত্যার বিচার চাইলো কিশোর ছেলে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মরদেহ রেখে এসব অভিযোগ করেন কিশোর পুত্র আরিফ হোসেন।

জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের জামগড়া গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ি আলতাব হোসেন পুলিশের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ করেন  কিশোর পুত্র আরিফ হোসেন (১২) ও স্বজনরা।

এ সময় তারা এটি হত্যাকান্ড বলে অভিযোগ করে নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।

আলতাব হোসেনের স্বজনদের অভিযোগ, স্থানীয় দালালদের সহায়তায় গত ২৮শে ফেব্রুয়ারি মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের ও হামিদ আলতাব হোসেনকে ধরে নিয়ে যায়। এরপর চাচা ও তার স্ত্রীর কাছে ৮৫ হাজার টাকা ঘুষ দাবি করে পুলিশ। টাকা দিতে না পারায় থানায় তিনদিন আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। গত ৫ই মার্চ জামিনে মুক্ত হয়ে বাড়ী ফিরে আলতাব। তারপর নির্যাতনে অসুস্থ্য বৃহস্পতিবার হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তবে, পুলিশি নির্যাতনে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, আলতাব হোসেনের বিরুদ্ধে ডলার প্রতারণা ও কঙ্কাল চুরির অপরাধে নারায়নগঞ্জের আড়াইহাজার থানায় একটি ও মুক্তাগাছায় ২টি মামলা রয়েছে। সম্প্রতি ত্রিশাল উপজেলার হাফিজুল নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে ডলার প্রতারনা মামলা করে। ওই মামলায় তাকে গত ২৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। এরপর গত ৫ই মার্চ আলতাব জামিনে আসে। একসপ্তাহ বাড়িতে থাকার পর বৃহস্পতিবার সে মারা যায়।

মার্চ ১৩, ২০২০

মন্তব্য করুন: