• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভিনদেশ

করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো, ঝুকিতে তরুনরাও

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৩:০২, ২১ মার্চ ২০২০

করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো, ঝুকিতে তরুনরাও

মারণঘাতক করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৫ হাজারেরও বেশি। এই ভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এই ভাইরাসের আক্রমণ থেকে তরুনরাও রেহাই পাবে না। সতকতা হিসেবে বিশ্বের তরুনদের শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস।

ইতালির সঙ্গে পাল্লা দিয়ে স্পেনেও বাড়ছে মৃতের সংখ্যা, যা হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২১ হাজারের বেশি।

কভিড-১৯ মোকাবেলায় ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস।

করোনার সংক্রমণ রোধে ২১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে জর্ডান।

মৃতের সংখ্যা বাড়তে থাকায় ইন্দোনেশিয়ার জাকার্তায় দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শ্রীলঙ্কায় এক সপ্তাহের জন্য কারফিউ জারি করে পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে।

ভারতে মহারাষ্ট্র সরকার মুম্বাই, পুনে ও নাগপুরে দোকানপাট ও অফিস বন্ধের ঘোষণা দিয়েছে।

আগামী ৩১শে মার্চ পর্যন্ত আর্জেন্টিনা অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। 

ঘরে বসেই কর্মীদের অফিসের কাজকর্ম করতে বলেছে সিঙ্গাপুর।

মার্চ ২১, ২০২০

মন্তব্য করুন: