• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ভিনদেশ

করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৬৯ হাজারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৫:২৬, ৬ এপ্রিল ২০২০

করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৬৯ হাজারে পৌঁছেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ হাজার ৭৩৭ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছলো ৬৯ হাজার ৪২৪ জনে।

রবিবার (৫ এপ্রিল) ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২০৮ টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৪০৮ জন। মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১২ লাখ ৭৩ হাজার জন। তাছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৬২ হাজার ২১৭ জন।

যুক্তরাষ্ট্রে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। যা স্পেন, ইতালি ও জার্মানিতে আক্রান্তের প্রায় সমান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ২৫ হাজার ৩১৬ জন। মারা গেছেন ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬১৬ জনে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৯৪ জন। মোট আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার ৪৭৮ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৬৪১ জন ও মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৬ জন। আর মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার এবং মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ জন।

ফ্রান্সে রবিবার মারা গেছেন ৫১৮ জন। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৬ জন। দেশটিতে মোট আক্রান্তে সংখ্যা ৯২ হাজার ৮৩৯ জন। মোট মৃত্যুর সংখ‌্যা ৮ হাজার ৭৮ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪০ জন, আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১ জন। দেশটিতে মোট মারা গেছেন ১ হাজার ৫৮৪ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২৩ জন।

ইরানে গতকাল মারা গেছেন ১৫১ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। মোট আক্রান্ত ৫৮ হাজার ২২৬ জন ও মোট মারা গেছেন ৩ হাজার ৬০৩ জন।

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯০৩ জন এবং মারা গেছেন ৬২১ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৩৪ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন।

চিনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন আর আক্রান্ত হয়েছেন ৩০ জন।

বেলজিয়ামে রবিবার মারা গেছেন ১৬৪ জন আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬০ জন। দেশেটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৯১ জন আর মারা গেছেন ১ হাজার ৪৪৭ জন।

নেদারল্যান্ডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৫ জন আর আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ জন। মোট মারা গেছেন ১ হাজার ৭৬৬ জন ও মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৫১ জন।

তাছাড়া, সুইজারল্যান্ডে ৪৯ জন, দক্ষিণ কোরিয়ায় ৬ জন, অস্ট্রিয়ায় ১৮ জন, তুরষ্কে ৭৩ জন, কানাডায় ৪৯ জন, পর্তুগালে ২৯ জন, নরওয়েতে ৯ জন, ব্রাজিলে ৪১ জন, সুইডেনে ২৮ জন, চেকিয়ায় ৮ জন, আয়ারল্যান্ডে ২১ জন, ডেনমার্কে ১৮ জন, মালয়েশিয়ায় ৪ জন, রাশিয়ায় ২ জন, ইকুয়েডরে ৮ জন, রোমানিয়ায় ৫ জন, পোল্যান্ডে ১৫ জন, ইন্দোনেশিয়ায় ৭ জন, ফিলিপাইনে ৮ জন, গ্রিসে ৫ জন, ভারতে ১৮ জন, সৌদি আরবে ৫ জন, মরক্কােতে ১১ জন, স্লোভানিয়ায় ৬ জন, ইরাকে ৫ জন, মিশরে ৭ জন, ইউক্রেনে ৫ জন, পেরুতে ১০ জন, মেক্সিকোতে ১৯ জন, ডোমিনিকান রিপাবলিকে ৫ জন, সার্বিয়ায় ৭ জন, কলম্বিয়ায় ৩ জন, আলজেরিয়ায় ২২ জন, মেক্সিকোতে ১৯ জন, জাপানে ৮ জন, পোল্যান্ডে ১৫ জন মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চিনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গত ১১ মার্চ এটিকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এপ্রিল ৬, ২০২০

মন্তব্য করুন: