• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

করোনায় বাংলাদেশে ২০ জনের মৃত্যু আক্রান্ত ২১৮

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:৪০, ৮ এপ্রিল ২০২০

করোনায় বাংলাদেশে ২০ জনের মৃত্যু আক্রান্ত ২১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছেন আরও ৫৪ জন।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে আর মোট আক্রান্ত হয়েছেন মোট ২১৮ জন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ৫৪ জনের মধ্যে ঢাকায় ৩৯ জন আর বাকী ১৫ জন ঢাকার বাইরে। এদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ২১ জন।

বিশ্বজুড়ে এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ হাজার ৩৮০ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছলো ৮২ হাজার ৩৪ জনে। বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২০৯ টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৮৫ হাজার জন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে। তাছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ২ হাজার জন।

এপ্রিল ৮, ২০২০

মন্তব্য করুন: