• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভিনদেশ

করোনায় মৃতের সংখ্যা লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৪:২৫, ১০ এপ্রিল ২০২০

করোনায় মৃতের সংখ্যা লাখ ছুঁই ছুঁই

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ হাজার ২১৫ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছলো ৯৫ হাজার ৬৯৩ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৮৫ হাজার ২২১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ছাড়িয়ে গেছে। তাছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৫২ জন।

যুক্তরাষ্ট্রে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন। যা স্পেন, ইতালি ও ফ্রান্সের মোট আক্রান্তের চেয়েও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ৩৩ হাজার ৫৩৬ জন। মারা গেছেন ১ হাজার ৯০০ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯১ জনে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৪৪৭ জন ও মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২২২ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৪ জন। আর মৃত্যু হয়েছে ৬১০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জনে এবং মৃতের সংখ্যা ১৮ হাজার ২৭৯ জন।

ফ্রান্সে বৃহস্পতিবার মারা গেছেন ১ হাজার ৩৪১ জন। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮০০ জন। দেশটিতে মোট আক্রান্তে সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৫০ জন। মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ২১০ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৫৮ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার। দেশটিতে মোট মারা গেছেন ২ হাজার ৬০৭ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৩৫ জন।

ইরানে গতকাল মারা গেছেন ১১৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৪ জন। মোট আক্রান্ত ৬৬ হাজার ২২০ জন ও মোট মারা গেছেন ৪ হাজার ১১০ জন।

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৮১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৪ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৭৮ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৭ জন।

বেলজিয়ামে বৃহস্পতিবার মারা গেছেন ২৮৩ জন আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮০ জন। দেশেটিতে মোট আক্রান্তের সংখ্যা  প্রায় ২৫ হাজার। মারা গেছেন ২ হাজার ৫২৩ জন।

নেদারল্যান্ডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮ জন আর আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩ জন। মোট মারা গেছেন ২ হাজার ৩৯৬ জন ও মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৬২ জন।

চিনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ জন। আক্রান্ত হয়েছেন ৬৩ জন।

ব্রাজিলে বৃহস্পতিবার মারা গেছেন ১৩৪ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৯৫৪ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৪৫ জন।

সুইডেনে গতকাল মারা গেছেন ১০৬ জন। আক্রান্ত হয়েছেন ৭২২ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭৯৩ জন আর মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৪১ জন।

তাছাড়া, সুইজারল্যান্ডে ৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৪ জন, অস্ট্রিয়ায় ২২ জন, তুরষ্কে ৯৬ জন, কানাডায় ৮২ জন, পর্তুগালে ২৯ জন, নরওয়েতে ৭ জন, চেকিয়ায় ১৩ জন, আয়ারল্যান্ডে ২৮ জন, ডেনমার্কে ১৯ জন, ভারতে ৪৯ জন, ইজরায়েলে ১৩ জন, ইকুয়েডরে ৩০ জন, রোমানিয়ায় ২৮ জন, পোল্যান্ডে ১৫ জন, ইন্দোনেশিয়ায় ৪০ জন, ফিলিপাইনে ২১ জন, মরক্কােতে ৪ জন, মিশরে ১৫ জন, হাঙ্গেরিতে ৮ জন, স্লোভানিয়ায় ৩ জন, পেরুতে ১৭ জন, মেক্সিকোতে ৩৩ জন, ডোমিনিকান রিপাবলিকে ১০ জন, কলম্বিয়ায় ১৪ জন, আলজেরিয়ায় ৩০ জন, মেক্সিকোতে ৩৩ জন, পাকিস্তানে ৪ জন, পানামায় ৩ জন, আর্জেন্টিনায় ১৪ জন ও ইউক্রেনে ৫ জন মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২১ আর আক্রান্তের সংখ্যা ৩৩০ জন।

এপ্রিল ১০, ২০২০

মন্তব্য করুন: