• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

খুনি মাজেদের ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:০৯, ১১ এপ্রিল ২০২০

খুনি মাজেদের ফাঁসি কার্যকর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

আইজি প্রিজন মোস্তফা কামাল পাশা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদকে ফাঁসিতে ঝোালানোর সব প্রস্তুতি সম্পন্ন। প্রক্রিয়াও শুরু হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানায়, প্রধান জল্লাদ শাহজাহানের নেতৃত্বে সহকারি মনির এবং সিরাজ খুনি মাজেদের ফাঁসি কার্যকর করেন।
এর আগে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। ডেপুটি জেলারা মঞ্চের পাশে ডিউটি করছেন। তাছাড়া বাহিরেও ফোর্স বাড়ানো হয়েছে।

 

মন্তব্য করুন: