• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

বাংলাদেশ

ময়মনসিংহে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত ৮

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:৫৩, ১৬ এপ্রিল ২০২০

ময়মনসিংহে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত ৮

ময়মনসিংহ: এই প্রথম ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কাদির।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শ্রমজীবী আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে।

গত ১১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

ডিআইওয়ান ইমরান আল হোসাইন সাংবাদিকদের জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার  বিভাগের ৪ জেলার ৯৪ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ময়মনিসহ জেলায় ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে গফরগাঁওয়ের ৩ জন‌ হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জুবাইয়দা, অফিস সহাকারি সিরাজুল ইসলাম, স্টাফ নার্স তাসলিমা, ঈশ্বরগঞ্জের ৪ জন আঞ্জুমা বেগম, শাপলা, আকলিমুন ও হনুফা এবং ময়মনসিংহ বিভাগীয় নগরীর মাসকান্দার একজন হলেন শেখ খায়রুল ইসলাম ইশান।

এপ্রিল ১৬, ২০২০

মন্তব্য করুন: