• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

ভারতে আটকে পড়া ১৬৪ বাংলাদেশি ফিরেছে

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:২১, ২০ এপ্রিল ২০২০

ভারতে আটকে পড়া ১৬৪ বাংলাদেশি ফিরেছে

ঢাকা: ভারতে আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ দূতাবাস জানায়, ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে যাদের ফেরত নিয়ে যাওয়া হয়েছে তারা মূলত রোগী ও তাদের স্বজন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়ে লকডাউনের কারণে আটকে পড়েছিলেন। 

এছাড়া এই দলে রয়েছেন বাংলাদেশ থেকে ভারতে পড়তে যাওয়া শিক্ষার্থীরাও।

বিকেলে ভারতের চেন্নাই থেকে বিশেষ এই চাটার্ড ফ্লাইটটি ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ইউএস বাংলা এয়ারলাইন্স ভারতে থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

এপ্রিল ২০, ২০২০

মন্তব্য করুন: