• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

হেরোইনসহ আটক এমপি'র ভাতিজাকে নিয়ে ধুম্রজাল!

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৭:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

হেরোইনসহ আটক এমপি'র ভাতিজাকে নিয়ে ধুম্রজাল!

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় হেরোইনসহ স্থানীয় এমপি মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে আটক নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

পুলিশ তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করলেও সাব্বির বলছে তার পকেটে হেরোইন ঢুকিয়ে দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।

শনিবার রাতে সাব্বিরকে উপজেলার তিস্তা ব্যারাজ থেকে আটক করা হয়।

হাতীবান্ধা উপজেলার দোয়ানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো অবস্থায় সাব্বিরকে সহেন্দজনক ভাবে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৭ গ্রাম হেরোইন পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। একটি মামলায় সে পলাতক আসামি। এর আগেও সে মাদকসহ গ্রেফতার হয়েছিলো।

এ দিকে হেরোইনসহ আটক এমপি ভাতিজা সাব্বিরকে গ্রেফতারের প্রতিবাদে রাতেই হাতীবান্ধার বড়খাতা এলাকায় বুড়ীমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে ক্ষমতাসীন দলের লোকজন। পরে পুলিশ গিয়ে তা ভেঙ্গে দেয়।

রোববার সকালে গ্রেফতারকৃত সাব্বির জানান, সে যড়যন্ত্রের শিকার। তার কাছে হেরোইন পায়নি। তার পকেটে হেরোইন ঢুকিয়ে দিয়ে ফাসাঁনো হয়েছে। ওই ব্যারাজ এলাকায় সিসি ক্যামেরা আছে। সেই ভিডিও ফুটেজ দেখলেই মুল ঘটনা বের হয়ে আসবে বলে সব্বির দাবী করেন।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ডাবুল জানান, সাব্বির ওই পরিবারের (এমপি’র) কলুঙ্গার। তার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, মাদকের সাথে কোনো আপোষ নেই। এ জেলাকে মাদকমুক্ত করতেই হবে।

ফেব্রুয়ারি ১২, ২০১৭

মন্তব্য করুন: