• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভিনদেশ

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৪ হাজার, সুস্থ ৭ লাখ ১৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৪:২৩, ২৩ এপ্রিল ২০২০

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৪ হাজার, সুস্থ ৭ লাখ ১৭ হাজার

কোন প্রতিষেধক নেই। সাবধানতাই যার একমাত্র ওষুধ। এই করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৭ জনের। আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার।

এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬৬ জনে পৌঁছেছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৬ লাখ ৩৫ হাজার ৭১৬ জন। তাছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ১৭ হাজার ৪৪৪ জন।

যুক্তরাষ্ট্রে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ৩০ হাজার। মারা গেছেন ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৯ জনে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩৫ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার ২১১ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৭১৭ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার ৩৭০ জন। আর মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ৮৫ জন।

ফ্রান্সে বুধবার মারা গেছেন ৫৪৪ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২৭ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ৩৪০ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২৯ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮২৭ জন। দেশটিতে মোট মারা গেছেন ৫ হাজার ৩১৫ জন।

ইরানে গতকাল মারা গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। দেশটিতে মোট মারা গেছেন ৫ হাজার ৩৯১ জন।

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫১ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ১০০ জন।

তুরষ্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৭ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার ৮৩ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩৭৬ জন।

বেলজিয়ামে বুধবার মারা গেছেন ২৬৪ জন আর আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন। দেশেটিতে মোট মারা গেছেন ৬ হাজার ২৬২ জন।

নেদারল্যান্ডে গতকাল মারা গেছেন ১৩৮ জন, আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৫৪ জন।

কানাডায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪০ জন আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯৭৪ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৫ জনের এবং আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার ৬৭৮ জন। মোট মারা গেছেন ২ হাজার ৯০৬ জন।

মেক্সিকোতে গতকাল মারা গেছেনন ১৪৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮৫৭ জন।

তাছাড়া, সুইজারল্যান্ডে ৩১ জন, রাশিয়ায় ৫৭ জন, অস্ট্রিয়ায় ১৯ জন, পর্তুগালে ২৩ জন, আয়ারল্যান্ডে ৩৯ জন, ডেনমার্কে ১৪ জন, ভারতে ৩৬ জন, ইকুয়েডরে ১৭ জন, রোমানিয়ায় ২৬ জন, পোল্যান্ডে ২৫ জন, পাকিস্তানে ১১ জন, ইন্দোনেশিয়ায় ১৯ জন, ফিলিপাইনে ৯ জন, মিশরে ১২ জন, আর্জেন্টিনায় ৮ জন, কলম্বিয়ায় ১০ জন, ফিনল্যান্ডে ৮ জন, পেরুতে ৪৬ জন, ডোমিনিকান রিপাবলিকে ১৫ জন, আলজেরিয়ায় ১০ জন, পানামায় ৫ জন, ইউক্রেনে ১৩ জন, হাঙ্গেরিতে ১২ জন, সৌদি আরবে ৫ জন, জাপানে ১৮ জন, চেকিয়ায় ৭ জন, চিলিতে ১৩ জন ও ইজরায়েলে ৫ জন মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২০ আর আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭২ জন আর সুস্থ হয়েছেন ৯২ জন।

এপ্রিল ২৩, ২০২০

মন্তব্য করুন: