• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিনোদন

চলচ্চিত্রপ্রেমীদের কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৯:১৯, ২৯ এপ্রিল ২০২০

চলচ্চিত্রপ্রেমীদের কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান

সবইকে কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান। কোলনে সংক্রমণের কারণে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। 

বুধবার (২৯ এপ্রিল) মেঘলা সকালেই এলো সেই দুঃসংবাদ, সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের তুখোড় ওই অভিনেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলে বাবিল ও আয়ান খানকে রেখে গেলেন।

এর আগে 'পিকু' ছবির অন্যতম এই অভিনেতা বেশ কয়েক মাস ধরে মস্তিষ্কের টিউমারের সঙ্গে লড়াই করেন এবং কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা শেষে মুম্বইয়ে ফিরে আসেন তিনি।

মঙ্গলবারই অভিনেতা ইরফানের মৃত্যুর খবর চাউর হয়ে যায়। যদিও সেই সময় অভিনেতার মুখপাত্র জানান, ইরফান খানকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি বেঁচেই আছেন। এই খবর শুনে কিছুক্ষণের জন্যে হলেও আশ্বস্ত হয়েছিলেন ইরফান প্রেমীরা। কিন্তু শেষরক্ষা হলো না, শুধু শোকের সময় বোধহয় একটু পিছলো। 

'পিকু' অভিনেতার মাথায় ২০১৮ সালের মার্চ মাসে নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়ে, এর পরেই তিনি এই জটিল রোগের চিকিৎসা করার জন্যে লন্ডনে চলে যান। পরে তিনি 'অ্যাংরেজি মিডিয়াম' ছবির শুটিং করতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কিছুদিনের জন্যে দেশে ফিরে আসেন। শুটিং শেষে ফের লন্ডনে উড়ে যান তিনি।

এরপর সকলকে আশ্বস্ত করে লন্ডনে মাথার টিউমারটির অস্ত্রোপচার ও চিকিৎসা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফিরে আসেন অভিনেতা। সবাই অপেক্ষা করছিল আবার কবে সেলুলয়েডের পর্দায় তাঁর বুদ্ধিদীপ্ত অভিনয়ের ঝলক দেখা যাবে। কিন্তু নিজের অনুরাগীদের শোকে পাথর করে দিয়ে অকালেই চলে গেলেন ইরফান খান।

ইরফান খানের মা সাঈদা বেগম শনিবার সকালে জয়পুরে ৯৫ বছর বয়সে প্রয়াত হন। কিন্তু লকডাউনের কারণে মুম্বই থেকে জয়পুরে পৌঁছতে পারেননি ইরফান, একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মায়ের শেষকৃত্যে অংশ নেন তিনি। 

কিন্তু তখন কে জানতো, মায়ের সঙ্গে দেখা করতে লকডাউন উপেক্ষা করেই পরলোকে পাড়ি দেবেন সাহসী ওই অভিনেতা! বিদায় অভিনেতা... বিদায়!

এপ্রিল ২৯, ২০২০

মন্তব্য করুন: