• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

নান্দাইলে ৬ শতাধিক মানুষের মাঝে চেয়ারম্যান এমদাদ ভূঁইয়ার খাদ্যসামগ্রী বিতরণ

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১২:৪৬, ২ মে ২০২০

নান্দাইলে ৬ শতাধিক মানুষের মাঝে চেয়ারম্যান এমদাদ ভূঁইয়ার খাদ্যসামগ্রী বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ): চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় ৬ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক ভূঁইয়া। 

শনিবার (২ মে) সকালে স্থানীয় বাঁশহাটি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করেন। 

ত্রাণ বিতরণকালে মো: এমদাদুল হক ভূঁইয়া বলেন, নিজস্ব অর্থায়নে চন্ডীপাশা ইউনিয়নের ৬২০ জন দুস্থ ও অসহায় মানুষকে লকডাউন পরিস্থিতিতে খাদ্য সহায়তা করা হয়েছে। মানুষের কল্যাণে তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি শিশু মাহমুদা ও আল মামুন। তারা জানায়, করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন চলায় তাদের পরিবারে আয় রোজগার নেই। মা বাবার পরিবর্তে তারা খাদ্য সামগ্রী সংগ্রহ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধ জানান, সরকারী সাহায্য পাইনি। ঘরে নেই খাবার। দুর্যোগ মুহূর্তে এই সহায়তা কোনদিন ভুলতে পারবো না। 

খাদ্যসামগ্রী বিতরণের সময় মোঃ আজিজুল হক ভূঁইয়া, মোঃ দুলাল মিয়া,  সোহেল ভূঁইয়া মাহফুজুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মে ২, ২০২০

মন্তব্য করুন: