• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

অপরাধ

ঈশ্বরগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণ, আটক ২

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ০৫:১১, ৫ মে ২০২০

ঈশ্বরগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণ, আটক ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামী পরিত্যক্তা এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

সোমবার (৪ মে) ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুইজনকে আটক করে পুলিশ।

পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, উপজেলা মাইজবাগ ইউনিয়নের ভাষাগকুল নগর গ্রামের স্বামী পরিক্ত্যাতা নারী আংশিক মানসিক প্রতিবন্ধী। এই অবস্থায় গত প্রায় এক বছর আগে বিয়ে হলেও স্বামী রেখে চলে যায়। রবিবার রাত সাড়ে ১২ টায় কোনো এক সময় সকলের অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে হাটা হাটি করলে তিনজন মিলে বাড়ির পার্শ্ববর্তী একটি ইটখলায় নিয়ে পালাক্রমে ধষর্ণ করে।

পরে তার ডাক চিৎকারে ওই নারীর বাবা ও চাচা গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জড়িত ইটখলা পাহারাদার ভাষা গকুলনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল বারেক (৫০), বটতলা বাজার পাহারাদার কুল্লা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আব্দুল মান্নানকে (৭০) আটক করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, দু’জনকে আটক করা হয়েছে। অপর আসামীকে আটকের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডেকল কলেজ হাসপাতালে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

মে ৫, ২০২০

মন্তব্য করুন: