• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেলো গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:১৮, ১২ মে ২০২০

গৌরীপুরে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেলো গৃহবধূর

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে শসা ক্ষেতের শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্পপশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নাজমা বেগম স্বল্পপশ্চিমপাড়া গ্রামের মোছলেম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, স্বল্পপশ্চিমপাড়া গ্রামের মইজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া নিজের শসা ক্ষেত শিয়ালের উপদ্রব থেকে রক্ষা করতে খেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। মঙ্গলবার সকালে নাজমা আক্তার ওই শসা ক্ষেতের পাশ দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।  

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন,‌ গৃহবধুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মে ১২, ২০২০

মন্তব্য করুন: