• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

করোনায় দেশে আক্রান্ত ১৭৮২২ জন মারা গেছেন ২৬৯ জন

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৯:০৩, ১৩ মে ২০২০

করোনায় দেশে আক্রান্ত ১৭৮২২ জন মারা গেছেন ২৬৯ জন

সর্বাধিক মৃত্যু ও আক্রান্তের রেকর্ড গড়লো বাংলাদেশ। করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৬৯ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন।

বুধবার (১৩ মে) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, মোট ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ১৬২টি ও পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। তাছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ৭ জন ও পুরুষ ১২ জন। এদের মধ্যে ঢাকায় ১২ জন, নারায়ণগঞ্জে ১ জন, পাবনা ১ জন, খুলনা ১ জন, মুন্সীগঞ্জ ১ জন ও চট্টগ্রাম ২ জন ও কুমিল্লায় ১ জন।

মে ১৩, ২০২০

মন্তব্য করুন: