• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবী ক্রীড়া সংগঠন

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:১৮, ১৩ মে ২০২০

ঈশ্বরগঞ্জে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবী ক্রীড়া সংগঠন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাহাতাব উদ্দিন নামে এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে  ‘কুর্শিপাড়া একতা ক্রীড়া সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ১৫ তরুণ শিক্ষার্থী।

বুধবার (১৩ মে) উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের কৃষক মাহাতাব উদ্দিনের ফসল কেটে বাড়িতে পৌঁছে দেয় ক্রীড়া সংগঠনটির পক্ষ থেকে।

করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কট ও আর্থিক যোগান দিতে না পেরে উপজেলার কুর্শিপাড়া গ্রামের কৃষক মাহাতাব উদ্দিন নিজের পঞ্চাশ শতক জমির পাকা ধান কাটতে পারছিলেন না। এমন খবর পেয়ে কুর্শিপাড়া পাড়া একতা ক্রীড়া সংগঠনের সদস্যরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এলাকাবাসী তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

কৃষক মাহাতাব উদ্দিন বলেন, কুর্শিপাড়া পাড়া একতা ক্রীড়া সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে আমার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে। 

সংগঠনটির সভাপতি শাহ আলম ভূঁইয়া কৌশিক সময়বিডি ডটকমকে বলেন, ‘কৃষক মাহাতাব উদ্দিন টাকার অভাবে জমির পাকা ধান শ্রমিক দিয়ে কাটতে পারছিলেন না। ফলে স্বেচ্ছাশ্রমে আমরা এ উদ্যোগ নিয়েছি। ভালো যে কোন কাজে আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে। 

মে ১৩, ২০২০

মন্তব্য করুন: