• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশ

করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪, নতুন সনাক্ত প্রায় ২১ হাজার

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৯:১৩, ১৬ মে ২০২০

করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪, নতুন সনাক্ত প্রায় ২১ হাজার

করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩১৪ জনের মৃত্যু হলো।

তাছাড়া, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।

শনিবার (১৬ মে) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৫০১টি ও পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৮২টি। যারা মারা গেছেন তাদের সবাই পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ২ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

মে ১৬, ২০২০


নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. জাহাঙ্গীর মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর-কুড়িনাল সড়কে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের বাড্ডা এলাকার মৃত লিল মিয়ার ছেলে। শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। এরপর রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাদৈর-কুড়িনাল সড়কে একদল দুর্বৃত্ত জাহাঙ্গীরকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের কপালে ও মুখে এলোপাতাড়ি কোপায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের জমির কাদামাটিতে ফেলে দিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

 

মন্তব্য করুন: