• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে রাস্তার বেহাল দশা, মরতে মরতে বেঁচে গেলেন চালক

রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ১২:৩২, ১৬ মে ২০২০

গৌরীপুরে রাস্তার বেহাল দশা, মরতে মরতে বেঁচে গেলেন চালক

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পূর্বদিকের ইউনিয়ন মাওহা। কৃষি সমৃদ্ধ এই অঞ্চলে ধান, পাট ছাড়াও সারাবছর বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদিত হয়। সেখানকার উৎপাদিত কৃষিপণ্য ছড়িয়ে পড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে।

কিন্তু বরাবরই এই অঞ্চলটি অবহেলিত থেকেছে। রাস্তাঘাটের অবস্থা বেশ নাজুক। একে তো কাঁচা রাস্তা তার ওপর ভাঙ্গা। এই রাস্তা দিয়ে বর্ষায় মানুষ চলাচল করতেই কষ্ট হয়। তাছাড়া মালবোঝাই ছোট ছোট ট্রলিগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে। একচুল এদিক ওদিক হওয়ার জো নেই। যদি হয়ে যায় তাহলে নির্ঘাৎ দুর্ঘটনা।

এমনি একটি দুর্ঘটনার সাক্ষী থাকলো মাওয়া ইউনিয়নের আল ফারুক। তিনি মোটরসাইকেলে মাওহা বাজার থেকে বিষমপুর বাজারের যাওয়ার পথে মধ্যবর্তী স্থানের মোঃ ছিদ্দিক মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তার সামনেই ধানবোঝাই একটি ট্রলিটি উল্টে যায়। এই ঘটনায় ট্রলির ড্রাইভার প্রাণে বেঁচে গেলেও যেকোন সময় হতে পারে দুর্ঘটনায় প্রাণহাণি।

আল ফারুক জানান, এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে নেত্রকোনা যাওয়া যায়। ছোটবেলা থেকেই শুনছি এই রাস্তাটি পাকা হবে। আজও তাই শুনছি। আমাদের এই এলাকা রাস্তা-ঘাটের দিক দিয়ে অনেক অবহেলিত।
ভাঙ্গা রাস্তায় উল্টে যাওয়া ট্রলি। চলছে উদ্ধার কার্যক্রম।
এদিকে অনেকেই মন্তব্য করছেন, বাংলাদেশের সব উপজেলা থেকে গৌরীপুর রাস্তা-ঘাটের দিক দিয়ে অনেক পিছিয়ে। সবচেয়ে বেশি কাঁচা রাস্তা হবে এই উপজেলায়। অথচ বিভাগীয় শহরের অতি সন্নিকটে হওয়া সত্বেও উপজেলার এতো কাঁচা রাস্তা তা অবিশ্বাস্য।

গৌরীপুর উপজেলার আরেক ইউনিয়ন রামগোপালপুর। এই ইউনিয়নের ধুরুয়া গ্রামের আনোয়ার হোসেন জানান, ইউনিয়নের অনেক রাস্তা কাঁচা। বর্ষাকালে চলাচলে খুবই সমস্যা হয়। দেশের সব অঞ্চলে রাস্তার উন্নয়ন হলেও আমাদের উপজেলায় তা নেই বললেই চলে।

একই অবস্থা ডৌহাখলা ইউনিয়নের। এই ইউনিয়ের অধিকাংশ রাস্তা-ঘাট কাঁচা। আগের যে রাস্তাগুলো পাকা হয়েছে তাই রয়েছে। নতুন করে কোন উন্নয়নের ছোঁয়া নেই। অটোচালক সাইদুল জানান, 'গ্রামের ভিতর দিয়ে বড় বড় রাস্তা সব কাঁচা। নরসিংদী গেছলাম বেড়াইতে, হেনো ছুডু ছুডু রাস্তাও পাক্কা করা (নরসিংদী গিয়েছিলাম বেড়াতে সেখানে ছোট ছোট রাস্তাগুলোও পাকা করা)।'

মে ১৬, ২০২০

মন্তব্য করুন: