• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে ১০ টাকা কেজি চালের অনিয়ম ঠেকাতে গোলাপী কার্ড

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:৪৫, ১৬ মে ২০২০

গৌরীপুরে ১০ টাকা কেজি চালের অনিয়ম ঠেকাতে গোলাপী কার্ড

গৌরীপুর (ময়মনসিংহ): সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিক্রির অনিয়ম ঠেকাতে ময়মনসিংহের গৌরীপুরে উপকারভোগীদের সবুজ রঙের কার্ড বাতিল করে গোলাপী রঙের কার্ড চালুর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

সে লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নে ২০ হাজার ৮১৩ জন উপকারভোগীকে গোলাপী রঙের কার্ড বিতরণ করা হবে। প্রতিটি কার্ডে প্রত্যেক উপকারভোগীর নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ থাকবে।

উপকারভোগীরা প্রতিমাসে কার্ড প্রদর্শন করে ১০ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল সংগ্রহ করতে পারবেন।

শনিবার (১৬ মে) উপজেলা নির্বাহি কর্মকর্তা সেজুতি ধর সবুজ রঙের কার্ড বাতিল ও গোলাপী রঙের কার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন চাল বিতরণের অনিয়ম রোধে গোলাপী রঙের কার্ড সরাসরি উপকারভোগীর হাতে দেওয়া হচ্ছে। গোলাপী রঙের কার্ড ব্যতীত কেউ চাল সংগ্রহ করতে পারবে না।

এর আগে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিতরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে সবুজ রঙের কার্ড বিতরণ করা হতো। কিন্ত অনিয়মের কারণে তালিকায় নাম থাকলেও অনেক উপকারভোগীর হাতে সবুজ রঙের কার্ড ছিলো না। ফলে জনপ্রতিনিধি ও ডিলারদের যোগসাজশে তাদের বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি হতো।

পাশাপাশি ভূয়া তালিকা করে সবুজ রঙের কার্ড সংগ্রহ করে একটি চক্র চাল আত্মসাৎ করে ফেলতো। তাই চালের অনিয়ম ঠেকাতে সবুজ রঙের কার্ড বাতিল ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার সাংবাদিকদের বলেন, পূর্বের সবুজ রঙের কার্ড জমা রেখে যাচাই-বাছাই করে সরাসরি উপকারভোগীর হাতে গোলাপী রঙের কার্ড দেওয়া হচ্ছে। যাদের হাতে সবুজ রঙের কার্ড নেই তারা জাতীয় পরিচয়পত্রে ফটোকপি জমা দিয়ে গোলাপী রঙের কার্ড নিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে অচিন্তপুর, সহনাটি ও গৌরীপুর ইউনিয়নের অধিকাংশ উপকারভোগীদের মাঝে গোালপী রঙের কার্ড বিতরণ করা হয়েছে। অন্যান্য ইউনিয়নেরও দ্রুত কার্ড বিতরণ করা হবে।

মে ১৬, ২০২০

মন্তব্য করুন: