• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

করোনায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, সুস্থ ৪৩৭৩ জন

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৮:৫৩, ১৭ মে ২০২০

করোনায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, সুস্থ ৪৩৭৩ জন

অবহেলা আর সচেতনতা না থাকায় বেড়ে চলেছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে করোনা সনাক্ত হয়েছেন মোট ১ হাজার ২৭৩ জনের শরীরে। এ নিয়ে মোট মারা গেছেন ৩২৮ জন ও সনাক্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন।

রবিবার (১৭ মে) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪২টি ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৭৪টি এবং পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪টি। তাছাড়া একই সময়ে ২৫৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ১ জন ও পুরুষ ১৩ জন। এদের মধ্যে ঢাকায় ৯ জন ও চট্টগ্রামে ৫ জন।

মে ১৭, ২০২০

মন্তব্য করুন: