• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

ঈশ্বরগঞ্জ পৌরসভায় ১৭শ' পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:০৫, ১৭ মে ২০২০

ঈশ্বরগঞ্জ পৌরসভায় ১৭শ' পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা মহামারিতে খাদ্য সংকট মোকাবেলায় ১হাজার ৭শ'  দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রদান করা হয়।

ঈশ্বরগঞ্জ পৌরসভার তত্বাবধানে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

রবিবার (১৭ মে) ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিজনকে ১০ কেজি চাল, সেমাই ও চিনি দেওয়া হয়। 

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, কাউন্সিলর শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, মিন্টু, তোফাজ্জল হোসেন, রৌশন প্রমুখ।

মে ১৭, ২০২০

মন্তব্য করুন: