• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

ময়মনসিংহে মুক্তিযোদ্ধার সন্মানী ভাতা দিয়ে দুস্থদের ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১১:৪১, ১৭ মে ২০২০

ময়মনসিংহে মুক্তিযোদ্ধার সন্মানী ভাতা দিয়ে দুস্থদের ঈদ উপহার

 

ময়মনসিংহ: ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক ও বর্তমান স্বাধীন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা মীর সিরাজুল ইসলাম তার সম্মানী ভাতা দিয়ে অর্ধশতাধিক দুস্থ ও অসহায় মানুষকে ঈদ উপহার প্রদান করেছেন।

মীর সিরাজুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন কমান্ডার ও মুক্তিযোদ্ধা পল্লী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের উপ-কমিটির আহবায়ক।

রবিবার (১৭ মে ) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসিক এলাকায় তিনি করোনা পরিস্থিতিতে গরীব অসহায় ঘরবন্দি মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, তেল, ডাল, চিনি, সেমাই, লবন ও আলু ইত্যাদি খাদ্যসামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে প্রদান করেন।

মুক্তিযোদ্ধা মীর সিরাজুল ইসলাম সময়বিডি.কমকে বলেন, ১৯৭১ সালে দেশের এক ক্রান্তি লগ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন করেছি আজকের বাংলাদেশ। চলমান করোনাভাইরাসের কারণে মানুষ  গৃহবন্দি। ঘরে ঘরে কর্মহীন মানুষ। অভাবের মধ্যেই অনেকে দিনপাত করছেন। এই পরিস্থিতিতে আমি আমার সাধ্যমতো সহায়তা করছি। সমাজের বিত্তবানরা যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি আহ্বান জানান।

মে ১৭, ২০২০

মন্তব্য করুন: