• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে ৮ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দিলেন মাজেদ বাবু

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১২:০৭, ১৭ মে ২০২০

ঈশ্বরগঞ্জে ৮ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দিলেন মাজেদ বাবু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনাভাইরাসের কারণে কর্মহীন ৮ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি।

করোনাভাইরাস মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকে বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। কর্মহীন মানুষের দুর্ভোগ লাঘবের জন্য পাশে দাঁড়িয়েন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

৪র্থ ধাপে রবিবার দূপূরে ২ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে ইতোমধ্যে ৩টি ধাপে ৬ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু। 

এরই ধারাবাহিকতায় রবিবার ৪র্থ ধাপে আরও ২ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য ও ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, সাবান। এসব ঈদসামগ্রী দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসেন মোহাম্মদ মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক, ছাত্রনেতা ফরহাদ আহম্মেদ, রনি, মোরসালিন আহম্মেদ রাজু, রিজন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

লুৎফুল্লাহেল মাজেদ বাবু সময়বিডি.কমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি ঈদসামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব ঈদসামগ্রী দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।

মে ১৭, ২০২০

মন্তব্য করুন: